নাচোলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একীভূত ১৩ জন শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। “সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম শিশুর অধিকার” স্লোগানকে সামনে রেখে সোমবার বেলা সাড়ে ১১ টায় নাচোল উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে ডিভাইস বিতরণ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন একীভূত ১৩ জন শিশুর মাঝে ডিভাইস তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, উপজেলা শিক্ষা অফিসার রোকসানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মুত্তালিব।