রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজন ছিনতাইকারী সিণ্ডকেটের সদস্য আটক ২
খেলনা পিস্তুল, দুইটি ফোল্ডিং চাকু, একটি ওয়াকিটকি, একটি রশি, একটি ব্যাগে সেনাবাহিনীর পোশাক ও বুট উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মহানগরীর আলিম-লাম-মিম ভাটার মোড় হতে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাজশাহী গোদাগাড়ী চব্বিশ নগর কাদমাপাড়া এলাকার আঃ মজিদের ছেলে মোয়াজ্জেম হোসেন রাজু (২২) ও আরএমপির চন্দ্রিমা থানা শিরোইল কলোনি এলাকার মুজাহিদুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম (১৯)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা প্রথমে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে সন্দেহ হওয়ায় আটককৃত দের তল্লাশী করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তুল, দুইটি ফোল্ডিং চাকু, একটি ওয়াকিটকি, একটি রশি, একটি ব্যাগে সেনাবাহিনীর পোশাক ও বুট পাওয়া যায়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে জানায়, তারা মোটরসাইকেল আরোহীদের রশি ধরে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই করে নেয়। উক্ত স্থানে পলাতক দুইজন সহ চারজন মিলে রশি দিয়ে মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই করার জন্য তারা ওৎপেতে ছিল। আসামীদ্বয়ের মোবাইল পর্যালোচনা করে তাতে সেনাবাহিনীর পোশাক পরিধান করে আইডি কার্ড ঝুলানো সহ হাতে ওয়াকিটকি নিয়ে ছবি এবং সেনাবাহিনীর ট্রেনিং-এ অংশ গ্রহণকৃত অন্যের ছবিতে নিজের ছবি এডিট করে স্থাপন করার ছবি পাওয়া যায়, এডিটকৃত সেনাবাহিনীর ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে আদান-প্রদান করে একাধিক মেয়েকে মিথ্যা তথ্য দিয়ে প্রলুব্ধ করে প্রেমের সম্পর্ক করে থাকে। আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা উক্তরূপে অস্ত্র-শস্ত্র সহ ছিনতাই অনুষ্ঠানের উদ্যেগ গ্রহণ, সেনাবাহিনীর পোশাক ও ভূয়া আইডি কার্ড সহ অন্যান্য সরঞ্জামাদি হেফাজতে রাখা এবং মিথ্যা তথ্য দিয়ে একাধিক মেয়েকে প্রলুব্ধ করে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অপরাধ করেছেন। আসামীদের বিরুদ্ধে উক্তরূপ অপরাধ এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রহণ করা হয়েছে বলে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।