নাচোলে কৃষকের গোয়ালঘরে সিঁধেল চুরি
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকের গোয়াল ঘর থেকে ৭টি গরু সিঁধেল চুরি হয়েছে ।
১৪ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৩নং নাচোল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ভোগরইল গ্রামের আব্দুর নূর এর ছেলে সারোয়ার জাহান তারেকের বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে।
তারেক জানান, এদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দেখি সিঁদকেটে ৭টিগরু চুরি হয়েছে। এরমধ্যে আমার বড় ভাই শহিদুল ইসলামের ৩টি এবং আমার ৪টি গরু রয়েছে যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। এদিন স্থানীয়দের বিষয়টি জানায় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের পাশে মাঠে ১টি গরু পাওয়া যায় এবং ৬টি গরুর কোনো খোঁজ পায়নি। এ ব্যাপারে নাচোল থানায় গরু চুরির একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, গরু চুরির অভিযোগ পেয়েছি তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।