নাচোলে ফাদার অনিলের খ্রিস্টযোগ ও সংবর্ধনা
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফাদার অনিল ইগ্রেসিউস মারান্ডির খ্রিস্টযোগ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর শনিবার বেলা ১১ টায় নেজামপুর ইউনিয়নের জমিন- কমিন বাসু গ্রামে নব অভিষিক্ত ফাদার অনিল এগ্রেসিউস মারান্ডির প্রথম খ্রিস্টযোগ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্যাট্রিক গসেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ ফেরদৌসী ইয়াসমিন (জেসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক, নিজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শহীদ আনোয়ার জুয়েল ও সেক্রেটারি আমিনুল ইসলাম।