বাগমারায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। এই সম্মেলনকে ঘিরে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জকে সাজানো হয়েছে নতুন সাজে। আর এই সম্মেলনকে সফল করতে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জানা যায়, বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটের সম্মেলন কক্ষে সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে দলের নেতা-কর্মিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক এমপি আব্দুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা সহ স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সভাপতিত্ব করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিকে এই সম্মেলনকে সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে স্থানীয় নেতা-কর্মিরা জানিয়েছেন।