বাগমারায় এক কীটনাশক ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হামিরকুৎসা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল বারীকে (৪৫) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী আব্দুল বারী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে আব্দুল বারীর হামিরকুৎসা বাজারে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে। আব্দুল বারীর চাষকৃত একটি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আলোকনগর গ্রামের জনৈক মিজানুর রহমান ও বাবুল হোসেনের নেতৃত্বে ৪/৫ জন ব্যক্তি হাতে লোহার রড, লাঠিশোঠা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামিরকুৎসা বাজারস্থ আব্দুল বারীর সার ও কীটনাশকের দোকান এসে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তার চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে অল্পের জন্য তিনি প্রানে রক্ষা পান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সত্যাতা পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।