কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন সহ আটক ০১
নিজস্ব প্রতিবেদকঃ কাশিয়াডাঙ্গা থানার পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কাশিয়াডাঙ্গা টু দামকুড়া রোডের আখ সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী জুয়েল (২৮) কে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তি ভুটভুটিতে করে হেরোইন পাচারকালে তাকে আটক করা হয়। তার পিতার নাম আবুল হোসেন। তিনি চারঘাট ধর্মঘাটা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।