বাঘা থানায় দুই দিনে ৬৪ টি ওয়ারেন্ট নিস্পত্তি,গ্রেফতার ১৮
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর বাঘা থানা পুলিশ পর-পর দুই দিনে এ অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম এবং দু’টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহেল রানা-সহ ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। একই সাথে ৬৪ টি ওয়ারেন্ট নিস্পত্তি করেছে। গত সোমবার এবং মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার আড়ানী খাগড় বাড়ীয়া এলাকার সোহেল রানা দু’টি ডাকাতি মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে দীর্ঘদিন আতœগোপনে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ আড়ানী রেলস্ট্রেশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। একই সাথে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আরো ৪ আসামীকে অন্যান্য এলাকা থেকে গ্রেফতার করেন। এলা হলো-বাদশা আলম, সুজন মন্ডল, নজরুল ইসলাম ও রুবেল হোসেন।
এর আগের দিন সোমবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী পাকুড়িয়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, শহিদুল দু’টি মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে অতি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে বাঘা থানায় ৭ টি মাদক মামলা রয়েছে।
অন্যান্য ১১ আসামীরা হলো-আশিকুর রহমান, মিঠু শেখ, জাহাঙ্গীর হোসেন, তমছু আলী, রবিন হোসেন, রাজা সরকার, সবুজ মিঞা, লালন উদ্দিন, ফিরোজ আহাম্মেদ, আশাদুল ইসলাম ও শামিম হোসেন। এ সব আটককৃত আসামীদের অধিকাংশ জনই মাদক মামলার আসামী বলে নিশ্চিত করেন পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গত সোম এবং মঙ্গলবার রাতে চারঘাট সার্কেলের সিনিয়ার(এ.এস.পি)নুরে আলম স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে আমরা বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ১৮ জন আসামীকে গ্রেফতার করি। একই সাথে ৬৪ টি ওয়ারেন্ট নিস্পত্তি করি। ওসি বলেন, আদালত থেকে থানায় ওয়ারেন্ট আছে কিন্তু আসামীর বাড়িতে রিকল আছে এ রকম ৬৪ টি মামলা নিস্পত্তি করা হয়।