পাবনায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুইজন আটক
পাবনা প্রতিনিধিঃ র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। আটককৃত আক্তার হোসেন (৪৫) মজিদপুর এলাকার সোনা মিয়ার ছেলে ও মাসুদ রানা (৩৭) একই এলাকার মোজাহার শেখের ছেলে।
র্যাব পাবনা ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমনিুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল পাবনা-ঈশ^রদী মহাসড়কের মজিদপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় ১’শ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল নিজ ে খ নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় কেনা-বেচা করে আসছিল।