দুর্গাপুর পৌর নির্বাচন উপলক্ষে নারী কাউন্সিলর প্রার্থী জলির গণসংযোগ
দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে দুর্গাপুর পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়াডে ভোটারদের সাথে মতবিনিময় করে দোয়া ও সমর্থন চেয়েছেন নারী কাউন্সিলর প্রার্থী জান্নাতুল মাহফুজা জলি। সোমবার দুপুর পর থেকে দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়াড চৌপুকুরিয়া গ্রামে তিনি ভোটারদের সাথে কূশল বিনিময় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার ৪নং চৌপুকুরিয়া ওয়াড আওয়ামী লীগের সভাপতি সোহরাফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান আলী, আওয়ামী লীগ নেতা মন্টু, মঞ্জুরুল ইসলাম, মাসুদ রানা, নুরুল ইসলাম নুরু সহ স্থানীয় জনগণ।
নারী কাউন্সিলর প্রার্থী জান্নাতুল মাহফুজা জলি বলেন, আমার প্রচারণায় মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। সাধারণ মানুষের উন্নয়নের কথা ভেবে নারী কাউন্সিলর পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে ৪,৫ ও ৬নং ওয়াডে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করলে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকবো।