রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় আরএমপির বেলপুকুর থানার এক কনস্টবল কর্মরত অবস্থায় নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সোয়া ১০টার দিকে চৌদ্দপায়া বাইপাস সড়কের মোহনপুর ব্রিজ সংলগ্ন চকপাড়া মোড়ে অজ্ঞাত এক বালুর ট্রাকে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উক্ত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মতিহার থানায় একটি পুলিশবাদি মামলা হয়েছে বলে জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।