বাগমারায় আ’লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করতে দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বাসিনার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার আব্দুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, দ্বীপপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল ও প্রধান শিক্ষক চিমান আলী প্রমূখ।