দুর্গাপুরে নির্বাচনী মতবিনিময় সভা
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে পৌর মেয়র তোফাজ্জলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যায় দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে পৌরসভা নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সাহেব আলী, ৭ং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, মহিলা কাউন্সিলর রেবা রানী, ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসান সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ।#