মোহনপুরে সাবেক কাউন্সিলসহ ৭ ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার
মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে সাবেক কাউন্সিলসহ সাত ওয়ারেন্টভুক্ত অাসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার রাতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল সুমন দেব মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদসহ সঙ্গীয় ফোসকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলসহ সাত অাসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অাসামিরা হচ্ছেন উপজেলার সাকোয়া গ্রামের মৃত নইমুদ্দিন মোল্লার ছেলে সাবেক কাউন্সিল এনামুল হক (৪৫), অাতানারায়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮), সিংহমারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে জেকের আলী (৪০), জয়নাল আবেদীনের স্ত্রী রেহেনা বেগম (৩৮), বেলনা গ্রামের মৃত মঙ্গল মাহালীর ছেলে কৃষ্ণ মাহালী (৩৭), কৃষ্ণপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে জাফর জালফোর (৪০), মেলান্দী গ্রামের মোজাহার অালীর ছেলে জাহিরুল ইসলাম (৩৯)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ জানান, অাসামিদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।