বাঘায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) আড়ানী মালেকের মোড় থেকে আটক করে র্যাব নাটোর এর একটি দল।
বাঘা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নাটোরের একটি দল মঙ্গলবার রাত দেড়টায় বাঘা উপজেলার আড়ানী মালেকার মোড় এলাকায় অভিযান চালিয়ে বাঘা উপজেলার আড়ানী মাস্টার পাড়া গ্রামে আব্দুল মালেকের ছেলে আব্দুল জাব্বার (২৬), চকসিংড়া গ্রামের আব্দুল মজনুর ছেলে মমিন উদ্দীন দিপু (২৫) কে আটক ও তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লশি করে মাদকদ্রব্য ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে নাটোর র্যাবের ডি এডি নায়েব সুবেদার এ.কে.এম রবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের নামে বাঘা থানায় মামলা দেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুইজন মাদক ব্যবসায়ী কে মঙ্গলবার রাজশাহী কোর্ট হাজ্জতে প্রেরণ করা হয়।