খবর সারাদেশ বাঘায় জেল হত্যা দিবসের দোয়া মহাফিল আনুষ্ঠিত November 3, 2020 talktime24 0 Comments বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় দোয়া মহাফিল আনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বাঘা মাজার মসজিদে এই দোয়া মাহপিল অনুষ্টিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।