সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় ট্রাক ও ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় ট্রাক ও ট্রেলরের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছে।
নিহতরা হলো রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে আলু বাহী ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী গ্রামের চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে ট্রেলর চালক আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের দুজনের লাশ উদ্ধার করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী গামী একটি মালবাহী ট্রেলর রোববার রাত পৌনে একটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এঘটনায় প্রায় দেড় ঘন্টা উক্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।