রহনপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মতবিনিময়
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে রহনপুরের সম্ভাব্য মেয়র প্রার্থীরা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার রাতে উপজেলা প্রেসক্লাবে চা চক্রের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রহনপুর পৌরসভাকে স্বচ্ছ,দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রহনপুর পৌরসভার বর্তমান মেয়র তারিক আহমদ, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হালিমা খাতুন, জালালউদ্দিন আকবর মুক্তি, মতিউর রহমান খান মতি, জাহিদ হাসান মুক্তা, সিরাজুল ইসলাম টাইগার ও, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. মফিজ উদ্দিন, এনায়েত করিম তোকি ও আশরাফুল হক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম,আল মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, সারওয়ার জাহান সুমন, শহিদুল ইসলাম, এমরান আলী বাবু ও আজিজুল হক।
এছাড়া সম্ভাব্য প্রার্থীরা মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর জন্য নানা প্রতিশ্রুতির কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।