বাঘায় বঙ্গবন্ধু স্মৃতি মিনি পা পৌষ্ট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাজুবাঘা রয়েল বেঙ্গল টাইগার ক্লাব চ্যাম্পিয়ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু স্মৃতি মিনি পা পৌষ্ট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় যে দল দুইটি অংশ গ্রহণ করেন তারা হলেন বনাম বাজুবাঘা রয়েল বেঙ্গল টাইগার ক্লাব।
গাওপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বাজুবাঘা রয়েল বেঙ্গল টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় ৪৫ মিনিটের মাথায় বাজুবাঘা রয়েল বেঙ্গল টাইগার ক্লাবের খেলোয় শাহিনের দেওয়া গোলে এগিয়ে যায়।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বাঘা উপজেলা শাখার আয়োজনে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র- শাহিনুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন বাঘা পৌর যুবলীগ সভাপতি শাহিন আলম, বাঘা উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বকুল,। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে একটি এলিডি ৩২ ইঞ্চি টিভি ও পরাজিত দলকে একটি মোবাইল প্রদান করেন ।