নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের আয়োজনে “মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানকে সামনে রেখে রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে -২০২০ পালিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
বক্তারা নাচোল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে নাচোল উপজেলার প্রতিটি মানুষের গৌড় দৌড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া এবং উপজেলাকে মাদক, বাল্যবিয়ে মুক্তকরন ও সরকারী অফিস এবং থানা থেকে দালাল মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করেছেন।