মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে বাঘায় বিক্ষোভ সমাবেশ
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ফ্রাান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অবমাননা ও ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বাঘা উপজেলা ইসলামী আন্দোলন কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ মোল্লা, ইসলামী আন্দোলন নেতা মাহেদী হাসান মিনার, কামরুজ্জামান, হাফেজ নাজিম উদ্দীন, উপজেলা শাখার মুজাহেদ কমিটির সভাপতি মুফতি ওমর ফারুক, সহ-সভাপতি মুফতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেতু প্রমুখ।
সমাবেশ ইমাম ওলামা ঐক্য পরিষদের শত শত ইমাম, মুফতি ও সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ বঙ্গবন্ধু চত্বর এলাকায় মহানবীকে (সা.) অবমাননাকারীদের বিরুদ্ধে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবি করে কুশপত্তলিকা দাহ করা হয়। আয়োজিত সমাবেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) শান্তি কামনা করে দোয়া করা হয়।