১ম জাহানার জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ
মুক্তিযুদ্ধে চেতনায় তরুন সংঘের জয়, মোঃ সালেহিনের হ্যাট্রিক
২৯ অক্টোবর -২০ ,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘদিন পরে শুরু হয়েছে ১ম জাহানার জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ । উদ্বোধনী দিনে মোঃ সালেহিন ইসলামের হ্যাট্রিকের সুবাদে মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ৪-০ গোলের ব্যাবধানে হারায় শেখ জামাল ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের মোঃ সালেহিন ৩টি ও সাব্বির হোসেন ১টি গোল করেন। ম্যাচ সেরা নির্বাচত হন তরুন সংঘের মোঃ সালেহিন ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার। হাফেজ আব্দুল বারীর কুরআন থেকে তেলাওয়াত ও বেলুন ফেষ্টুন উড়িযে এই লীগের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বঙ্গবন্ধুর সহযোদ্ধা শহীদ এএইচএম কামারুজ্জামান ও প্রয়াত জাহানারা জামানের সুযোগ্য সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন । এর আগে তিনি বলেন খেলাধুলার ক্ষেত্রে রাজশাহীর সুবর্ন সময় কেটেছে একসময় । রাজশাহীর অনেক খেলোয়াড় জাতীয় দলে অংশ গ্রহন করেছেন এমন কি অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন। আজকের খেরা থেকেও আগামী দিনে ভাল ফুটবলার তৈরী হবে এমনকি দেশের জন্য সুনাম বয়ে আনবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার । তিনি বলেন দীর্ঘদিন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার শুন্যতা ছিল কিন্ত আজকের খেলা শুরুর মধ্য দিয়ে মাঠ ভরপুর হয়েছে ও বিপুল পরিমান দর্শকের সমাগম ঘঠেছে । ভবিষ্যও তাই থাকবে বলে আমি আশা করি। এছাড়া বক্তব্য দেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজল আলম লোটন। স্বাগত বক্তব্য দেন লীগ কমিটির চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান রতন। এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) মোঃ খায়রুল ।ালম ফরহাদ,যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মোঃ রেজাউল ইসলাম বাবুল,নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, মোঃ রমজান আলী, মোঃ নুরুল হক, মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, লীগ কমিটির সদস্য মোঃ মকিতুজ্জামান জুরাত, সোনালী অতীত ক্লাবের সভাপতি আশরাফ হোসেন নবাব,সাধারন সম্পাদক আলী আফতাব তপন ,ক্রীড়া পরিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক আ,ফ,ম ওবাইদুল হক সহ কাউন্সিলারবৃন্দ ও প্রাক্তন ফুটবল খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।
শহীদ এএইচএম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফল
এদিকে, রাজশাহী নগরীর স্যালেলাইট টাউন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামে›টের গতকাল বৃহস্পতিবার দড়িখরবোনা ৬ উইকেটে হারায় মুকিত সংঘকে। টস জয়ী মুক্তি সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাবে দড়িখরবোনা ৯.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫৭ রান তোলে। দঢ়িখরবোনার কানন ম্যাচ সেরা হন।#