আগামী ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেলসেতু ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ যমুনা নদীর ওপরে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই ‘বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেলসেতু’র নির্মান কাজ শুরু খুব শিগগিরই হচ্ছে। আগামী ২৯ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তি প্রস্তর স্থাপনের স্থান নির্বাচন কাজের জন্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন বুধবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জের সয়দাবাদ আসেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ ষ্টেশন ও সেতু গোল চত্তর পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকমর্ীদের এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি আগাম জানান। এ সময় স্থানীয় এমপি প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার মোঃ হাসিবুল আলমসহ প্রশাসনের পদস্থ্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সয়দাবাদ গোলচত্বর এলাকায় আরো বলেন, জাপানের জাইক্যার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে রেলসেতুটির বাস্তবায়ন সম্ভব হবে। রেল সেতুর ওপর দিয়ে কম করে হলেও একশ বিশ কিঃমিঃ গতিতে রেল চলাচল করতে পারে। সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে রেল যোগাযোগ বাস্তবায়িত হলে দেশের পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের আর্থ সামাজিক অবস্থার আরো উন্নয়ন সম্ভ হবে।