সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে আল-রাফি নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে পানিতে ডুবে আল-রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চরটেংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-রাফি ওই গ্রামের আব্দুস সবুরের ছেলে।
শিশুটির বাবা আব্দুস সবুর জানান, সকালে হঠাৎ করেই তার ছেলেকে খুঁজে না পাওয়া গেলে তারা সকলেই অনেক খোঁজাখুঁজি করেন। পরে ছেলের দাদিমা বাড়ির পিছনে পরিত্যক্ত একটি পুকুরে খোঁজাখুঁজি করলে তার ছেলের লাশ খুঁজে পায়। শিশুটির মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।