গোমস্তাপুরে আওয়ামীলীগ নেতার ইন্তেকাল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খান (৬৮) শুক্রবার মধ্যরাতে তার মেহেরপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী….রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকালে তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাধানগর ইউপি চেয়ারম্যান মামনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন মতি, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।