নাচোলে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনসাস্থ্য অফিসের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা হাত ধুয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, জনসাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা শিক্ষা অফিসার রোকসানা খাতুন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, রচনা এবং হাত ধোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।