বিসিএসআইআর গবেষণাগারের চাকুরীচ্যুৎ কর্মচারীদের মানব বন্ধন অনুষ্ঠিত
মতিহার প্রতিনিধিঃ- বিসিএসআইআর গবেষণাগার রাজশাহীতে ৫৩ জন চাকুরীচ্যুত কর্মচারীরা চাকুরী পুনর্বহালের দাবীতে বুধবার সকালে অত্র গবেষণা গেটের সামনে মানব বন্ধন করেছেন।জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আহবায়ক ছিলেন কিশোর কুমার। বক্তব্য দেন পরিষদের সভাপতি সাইদুর রহমার,সাধারণ সম্পাদক আলাদৌলা,সালাউদ্দিন মিন্টু ও ইকবাল হাসান টাইগার প্রমূখ।বক্তারা বলেন প্রায় নয় মাস আগে বিভিন্ন পদে কর্মরত ৫৩ জন কর্মচারীদের বিনা কারণে চাকুরীচ্যুত করেন।পরে জানা যায় ঢাকা ও চিটাগাং গবেষণাগারের কর্মচারীদেরও ছাটাই করা হলেও প্রায় পাঁচ মাস পরে ঢাকা ও দেড় মাস পরে চিটাগাংয়ের কর্চারীদের পর্য্যায়ক্রমে চাকুরীতে পূনর্বহাল করাহয়।কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও রাজশাহী বিজ্ঞান ও গবেষাণাগারের কর্মচারীদের পূনর্বহাল করা হয়নি।ফলে মানবেত জীবন যাপন করতে হচ্ছে।অবিলম্বে তাদেরকে চাকুরীতে পূণর্বহালের দাবী জানান।মানব বন্ধন শেষে আন্দোলন কারীদের কয়েকজন অত্র গবেষণাগারের পরিচালকের সাথে কথা বলেন।এ ব্যাপারে পরিচালক ড.ইব্রাহিম’ র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সোনালী সংবাদ প্রতিনিধিকে বলেন- চাকুরীচ্যুতদের পূণর্বহাল করার আশ্বত্ব করতে পারছি না।তবে পরবর্তীতে লোক নিলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।