নাচোলে বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের দ্বিতীয় ২তলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১৪অক্টোবর বুধবার নাচোল ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ২ তলা নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম। শত বছরের এই বিদ্যালয়টি নতুন ভবনের মুখ দেখলো।
উপজেলা নির্বাহি অফিসার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই ভবনটি ৮১লাখ ৯ হাজার ৬৫১ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি পেয়েছেন রাজশাহী ঠিকাদার জাহেদা কনস্ট্রাক্টর এন্ড এন্টারপ্রাইজ।
তিনি আরো বলেন এই ভবনটি নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্লাসরুমের সমস্যার সমাধান হবে।