নাচোলে তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কের দু’পাশে তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৪অক্টোবর বুধবার নাচোল – আড্ডা সড়কের নাচোল ইউনিয়নের ভোলার মোড় রাস্তার দু’পাশে তাল বীজচারা বপন এর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এবং উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, নাচোল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম।
উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর তত্ত্বাবধানে এবং নাচোল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১০কিলোমিটার রাস্তার দু’পাশে প্রায় ১০হাজার তাল বীজ বপন করা হবে।