নাচোলে সড়কের দুধারে তাল গাছ বীজ বপন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কের দু’ধারে তাল গাছ বীজ বপন করা হয়েছে। ১২ অক্টোবর সোমবার উপজেলার নেজামপুর ইউনিয়নের প্রায় ৯ কিলোমিটার সড়কের দুধারে প্রায় ৪হাজার তাল গাছ বীজ বপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ কাউসার আলী, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, প্রভাষক শফিকুল আলম, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
ইউএনও জানান, নাচোল সরকারি কলেজের রোভার স্কাউট দল সড়কের দুই ধারে তাল গাছ বীজ বপনের উদ্যোগ নেই, তারা হাটবাকইল মমিনপাড়া রাস্তা থেকে শুরু করে দৌগাছি হয়ে খড়িবাড়ি এবং ইসলামপুর রাস্তা পর্যন্ত প্রায় প্রায় ৪হাজার তাল গাছ বীজ বপন করেন।