পরিচ্ছন্ন সুপারভাইজার দিলিপের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর কুমারপাড়া নিবাসী, ১২নং ওয়ার্ডের পরিচ্ছন্ন সুপারভাইজার দিলিপ কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দিলিপ কুমার দাস।