৫০০ বছরের বাঘা শাহী মসজিদের শিলালিপিতে ঐতিহ্য বহন করছে আম

মোঃ লালন উদ্দীন , বাঘা রাজশাহী : রাজশাহীর বাঘায় প্রতœতাত্বিকনিদর্শন ৫০০ বছরের পুরোনো বাঘা শাহী মসজিদ। এই মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করছে। ১৫২৩-১২২৪ খিস্টাব্দে (হিজরি-৯৩০) হোসেন শাহ্ এর পূত্র নুসরাত শাহ শাহী মসজিদ নির্মান করেন। এই শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অংকিত আছে। যা থেকে প্রমানিত হয় বাঘার আমের সুখ্যাতি প্রাচীন আমল থেকে স্বীকৃত।
জানা যায়, রাজশাহীর ৯টি উপজেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর আম বাগানের মধ্যে বাঘা উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উপজেলায় উল্লেখয্গ্যে আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগার, আম্রপালি, ল্যাংড়া, তোতাপরি, ফজলি, লকনা। এই আম রপ্তানী করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া, ফিনল্যান্ড, হংকং, ডেনমার্ক, ইতালি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শফিউল¬াহ্ সুলতান বলেন, ইতি মধ্যে বাঘার আম দেশে সুপরিচিক অর্জন করেছে। ২০১৬ সাল থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহায়তায় ২০১৬ সাল থেকে আম বিদেশে রপ্তানি কার্যক্রম শুরুহয়েছে। তাঁর সহায়তায় গত মৌসুমে ৩৬ মেট্রিকটন আম বিদেশে পাঠিয়ে ছিলাম।
চলতি মৌসুমের শুরুতে ৪ মে ঢাকার মতিঝিলের আম রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে হংকং ও ইতালিতে ৪৪০ কেজি আম রুপ্তানি করা হয়েছে। এ মৌসুমে ২ কোটি টাকার আম রপ্তানির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টর প্রতি ১৩ দশমিক ২০ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *