সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত,আহত দুই সন্তান

রাজশাহী প্রতিনিধি ;-রাজশাহী- নওগাঁ  মহাসড়কের হাপানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তাদের দুই সন্তান।২৩ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ  ফয়সাল জানান, দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম উল্লাসপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে হাপানিয়া নামক স্থানে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ নওগাঁ সদর থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ  হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *