স্মার্ট সেবা ক্যাম্পেইনে সেরা উদ্যোক্তা পুরস্কার পেলেন গোমস্তাপুরের অলিউল ইসলাম
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের একসেবা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ এ জেলা পর্যায় সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এই পুরস্কার গ্রহণ করেন। জনগণের দোরগোড়ায় স্মার্টসেবা প্রদানের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয়। এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত দেশসেরা স্মার্ট উদ্যোক্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) ও নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান, এটুআইয়ের প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, এটুআই প্রকল্পের কর্মকর্তা অশোক বিশ্বাস,কামাল হোসেন সৈকত, মাসুম বিল্লাহ ও তহুরুল ইসলামসহ অন্যরা।
অলিউল ইসলাম ডালিম এই পুরস্কার গ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে ডালিম জানিয়েছেন তাঁর এই কৃতিত্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ এ জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় সামনের দিনে আরও ভাল সেবা দিবেন বলে তিনি জানান।
এর আগে তিনি বিভাগীয় পর্যায়ের চারবার, জরুরি সেবা ৩৩৩ কলসেন্টারসহ জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন।