অপরাধখবররাজশাহী

স্বার্থ হাসিলে ভুল তথ্য দেয়ায় ২ সোর্সসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ

রাজশাহী প্রতিনিধি:-নিজসার্থ চরিতার্থ করতে নিজ আত্মিকে  হিরোইন দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগে  পুলিশ তাদের ২ জন সোর্স ও ঘটনার মূলহোতাসহ ৩ জনকে আটক করে জেলে পাঠিয়েছেন।ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগর পুলিশের দাম কুড়া থানায়।
বিষয়টি নিশ্চিত করে  নগরীর দাম কুড়া থানার  আকবর বলেন, গতি ৫ জুন সোর্স কামরুল সংবাদ দেন হরিপুর দিয়ে এক রিক্সাচলক মাদক বহন করে নিয়ে যাচ্ছে।
তার দেয়া তথ্যানুযায়ী,ঐ রিক্সাটিতে তল্লাশী  চালিয়ে রিক্সার সিটের নীচ থেকে পলেথিনে মোড়ানো ১০০ গ্রাম হিরোইনসহ রিক্স চালক বাবর আলী(৫০) কে আটক করেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে  মাদক মামলায় আদলতে পাঠানো হয়।
ঘটনার পর বাবর আলীকে তাদের আত্মীয়  পুলিশের সোর্স পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে জানিয়ে কাশিয়াডাঙ্গা জোনের উপ পুলিশ কমিশনার বিভূতি ভুষণ বানার্জীর কাছে লিখিত ভাবে জানান।
 ১০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাদত বিষয়টি নিয়ে সোর্স কামরুল ,মোঃ
আব্দুল হাই টুনু,ও মূলহেতা মোঃ সানোয়ার হোসেন মান্না কে জিজ্ঞাসাবাদ করলে তাদের এলোমেলো ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাদের নিয়ে থানায় নিয়ে আসেন।অধিকতর জিজ্ঞাসাবাদে
তারা বাবর আলীকে হিরোইন দিয়ে ফাঁসানোর বিষয়টি স্বীকার  করেন।
তিনি আটক আব্দুল হাই টুনুর স্বীকারোক্তি উদ্ধ্তি দিয়ে আরো বলেন,  বাবর আলী(৫০) তার নিকটাত্মীয়। তার মায়ের সাথে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো।তাকে ফাঁসাতে সে কৌশলে বাবর আলীর অটোরিক্সার সীটের নীচে হিরোইন রেখে সোর্স কামরুলকে দিয়ে   জানাকে মাদক বহনের বিষয়টি জানান। তবে রিক্সায় হিরোইন রাখার বিষয়টি কামরুল জানতোনা।তাদের আইনি প্রক্রিয়াশেষে কোটে পাঠানো হয়।
এবিষয়ে,মোঃ সানোয়ার হোসেন মান্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর জানাই বিষয়টি ডিসি স্যার দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *