খবরসারাদেশ

স্ত্রীর উপর অভিমান করে স্বামীর ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর মতিউর রহমান (২২) নামের এক যুবক ট্রেনে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেল গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। মতিউর রহমান ঝিনা রেল গেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
জানা যায়, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করে। তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে। কিছুদিন আগে স্বামীর উপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চয়ে যায়। তাকে নানাভাবে বুঝিয়ে আনার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে যায়। এ সময় ঈশ^র্দী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাপ দিয়ে মতিউর রহমান আতœহত্যা করে। মতিউর রহমান দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভূগছিলেন বলে স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার তুজাম উদ্দিন জানান। তিনি একজন ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতো।
এ বিষয়ে ঈশ^র্দী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ওসি হারুনুজ্জামান রুমেল বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *