শ্রীলংকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
ভারত ও শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ৯১ রানের বড় জয় পেয়েছে ভারত।
গতকাল (শনিবার) অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। ৫১ বলে ১১২ রানের এক বিধ্বংসী ইংনিস খেলেন সূর্যকুমার যাদব।
জবাবে ব্যাটে করতে নেমে ১৬.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। এই ম্যাচে জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত।