শোক সংবাদ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমানের ছোট ভাই মৃত আতাউর রহমানের সহধর্মিনী শেখপাড়া নিবাসী উম্মে হাবিবা (৫৮) দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় রহনপুর বড় বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভোলাহাট উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ্সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাযা শেষে রহনপুর খোয়াড়মোড় গোরস্থানে দাফন করা হয়।