শান্তি পূর্ণভাবে রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শান্তি পূ্র্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন। ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিমাত্র ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে চলবে চারটা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে ।
ভোট প্রদানের কক্ষে সামনে নারী ভোটারদের ভির লক্ষ্য করা গেছে। অন্যদিকে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কম। সকাল সাড়ে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান পরিবার নিয়ে ভোট দিতে যান।
এদিকে ভোটকেন্দ্রের আশেপাশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তি পূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ম্যাজিস্ট্রের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল। এই উপনির্বাচনে কাউন্সিলর পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সৈয়দ গোলাম নবী মাসুম ( ব্রিজ) ও শাহ আলম (উটপাখি) প্রতীকে। তাঁরা ভোটযুদ্ধে বিজয়ী হবার প্রত্যাশা করেছেন ।
প্রিজাইডিং কর্মকর্তা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি কম ছিল। পরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী পুরুষ উভয় ভোটার সংখ্যা বাড়তে থাকে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ওয়ার্ডের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোন অভিযোগ নেই। ওই কেন্দ্রে সকাল এগারোটা পর্যন্ত ২৩ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে তিন হাজার ২৭৭ জন ভোটার রয়েছে।এরমধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৮৪ জন,নারী ভোটার এক হাজার ৬৯৩ জন। সম্প্রতি ওই ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক মৃত্যুবরণ করায় এই উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।