রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি :- রুয়েটের (৯) নয়জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরনের প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে।
২ জানুয়ারী সোমবার রুয়েট মেইন গেটের সামনের শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে মানববন্ধনটি করেন।
মানবন্ধনে হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা বলেন, কোন এক কুচক্র মহল বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে তা নষ্ট করার জন্য একাজ করছে। আমাদের দাবি যেহুতু ডাক যোগাযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে সুতরাং তাদের আইনের আওতায় আনা খুব বেশি কঠিন বলে মনে করছিনা। কারণ আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি আর এটা তথ্য-প্রযুক্তির যুগ। প্রতিটি ডাকঘরে এখন সিসি ক্যামেরার আওতায় আছে সুতরাং প্রশাসন কেন তাদের চিহ্নিত করতে এতোটা দেরি করছে তা বুঝে উঠতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, কাফনের কাপড় পাঠিয়ে গত ২১ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ডাকযোগে পাঠনো হলুদ খামের ভেতর তাদের কাছে ছোট কাফনের কাপড়ের টুকরো পাঠানো হয়।