খবররাজশাহীলীড

রাসিক নির্বাচন ৪ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি ঃ-রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১২ টার দিকে ভোট চলাকালীন এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেন।
কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্র আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীঅস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।
ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো। এই ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে কেন্দ্র থেকে চলে,যান।
পরে অতিরিক্ত পুলিশ
মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটাররা ভোট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *