খবররাজশাহী

রাজশাহী সুগার মিলের৩২৪ কর্মচারীর ৪ মাস বেতন বন্ধ

বাঘা (রাজশাহী)প্রতিনিধি রাজশাহী সুগার মিলের অধীনে বাঘা উপজেলার আড়ানী সাব জোনে ৮টি আখ ক্রয় কেন্দ্রের ১৮ জন কর্মকর্তা-কর্মচারী চার মাস যাবত বেতন বন্ধ রয়েছে। তারা জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত বেতন পায়নি। সামনে ঈদ। এই ঈদকে সামনে রেখে বেতন না পেয়ে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাবন করছেন।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, শুধু আড়ানী সাব জোন অফিসের কর্মকর্তা-কর্মচারীই নয়, রাজশাহী সুগার মিলে মোট ৪৯টি আখ ক্রয় কেন্দ্রের অধীনে ৩২৪ জন কর্মকর্তা-কর্মচারী ৪ মাস যাবত বেতন না পাওয়ায় মানবতার জীবন যাবন করছেন। ঈদের আগে বেতন না পাওয়ায় আশঙ্কার মধ্যে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রাজশাহী চিনি কল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সি আই সি আফাজ উদ্দিন বলেন, আমরা প্রায়সময়ইচিনিকলের দায়িত্বপ্রাপ্তকর্মকর্তাদেরজানিয়েআসছি, যে বেতননা পেয়ে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবন যাবন করছি।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য। কিন্তু কার কথা কে শুনে। আতঙ্কিত ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছি বেতন বন্ধ থাকায়। বেতনের আসায় দোকানে অনেকে বাঁকিতে সদায় খেয়েছেন। অনেকেই ঈদের আগে দোকানদার টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু সুগার মিল বেতন না দেওয়া তারা টাকা পরিশোধ করতে পারছেনা।
এদিকে সামনে ঈদ। এই ঈদে স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মাকে তাদের পক্ষে ভাল পোশাক দেওয়া সম্ভব হবেনা। তাই বেতন না পেয়ে মানব তার মধ্যে জীবন যাবন করছে।
রাজশাহী চিনি কলের জি এম ফাইনান্স লতিফা খাতুন বলেন, টাকা চলেএসেছে। আসা করছি ঈদের আগে মার্চ মাস পর্যন্ত সকলেই বেতন পেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *