খবররাজশাহী

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু, পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের অবশিষ্টাংশ নির্মাণ করা হচ্ছে।

পরিদর্শনকালে বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ তানবিরুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার, উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ পারভেজ মোশারফ, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ মেহেদী হাসান (সিমান্ত), কার্য-সহকারী অর্ক চক্রবর্তী সাগর, কার্য-সহকারী (সংশ্লিষ্ট প্রকল্প) ইমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *