রাজশাহী বিভাগে ১৫০০ মিটার দৌড়ে কৃষকের সন্তান মোহিন প্রথম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর ১৫০০ মিটার দৌড় রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে মোহিন হোসেন। ২২ ফেব্রুয়ারী রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৮ জেলার ১৬ জন অংশ গ্রহণ করে প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে।
জানা যায়, মোহিন হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হারুন-অর-রশিদ-দ্বিমুখীউচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। এরপর ২২ ফেব্রুয়ারী রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
মোহিন হোসেন বাউসা ইউনিয়নের টলটলি পাড়া বাউসা গ্রামের পিন্টু হোসেনের ছেলে। বাবা পেশায় একজন দরিদ্র কৃষক। মা মৌসুমী বেগম গৃহীনি।
এ বিষয়ে হারুন-অর-রশিদ-দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। তার খেলা ধুলার প্রতি সবসময় দারুণ আগ্রহ। সে বিভিন্ন স্থানে খেলা ধুলা করে অনেক পুরস্কার লাভ করেছে। সে আর্থিক সহযোগিতা পেলে আরও অনেক দূর যাবে। তার সাফল্য কামনা করছি। সে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হবে এই দোয়া করি।
এদিকে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ২৩ ফেব্রুয়ারী তার অফিস কার্যালয়ে ডেকে সংবর্ধিত করেন।