খবরখেলারাজশাহী

রাজশাহী বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়ান দল শাহদৌলা সরকারী কলেজকে সংবধনা

বাঘা(রাজশাহী) প্রতিনিধি : শেখ মুজিব আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে শাহদৌলা সরকারি কলেজ বাঘা। এ উপলক্ষে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা সভা ও খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার(২৭ জুন)সকালে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসন।

সকাল সাড়ে ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় ও নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ লায়েব উদ্দীন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক, খেলা পরিচালনা কমিটির কোচ প্রভাষক সালাউদ্দিন শিমুল, টিম ম্যানেজার প্রভাষক মতিউর রহমান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও দলীয় ক্যাপ্টেন মিসকাত আহসান।

উক্ত আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অলিকুল শিরোমণি হযরত শাহদৌলার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথমে জেলা এরপর বিভাগীয় পর্যায় ৮ টি ম্যাচ অতিক্রম করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় আমরা কৃতি খেলোয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই, এই টিম জাতীয় পর্যায়ে ভালো খেলা প্রদর্শন করে দেশ সেরা হোক এবং যে মহান ব্যাক্তির নামে খেলা “জাতির পিতা শেখ মজিবুর রহমান ফুটবল টুর্ণামেন্ট’ তার আদর্শ ধারণ করে প্রত্যেক খেলোয়ারের মাঝে দেশপ্রেম জাগ্রত হোক। একইসাথে সকল প্রতিষ্ঠানের আদর্শ হয়ে উঠুক শাহদৌলা সরকারি কলেজ।

উল্লেখ্য, চারঘাট-বাঘার এম পি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের প্রচেষ্টায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারী ডিগ্রী কলেজটি ২০১৮ সালে সরকারিকরণ সহ সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *