রাজশাহী জেলা আওয়ামীলীগ নেতা আমানুল হাসান দুদুর স্বরণে বাঘায় দোয়া মাহফিল অনুষ্টিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল হাসান দুদুর মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আয়োজিত স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা, সাবেক অধ্যক্ষ এনামুল হাসান ঝুন্টু, বাঘা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল মুকাদ্দেস, আব্দুস সামাদ সরকার, আব্দুর রাজ্জাক,রাজশাহী জেলা সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি প্রভাষক আনিছুর রহমান, অধ্যক্ষ বজলুর রহমান, আবু বক্কর সিদ্দিক, প্রভাষক সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক বাবুল ইসলাম,বাঘা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত রফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনা, সাবেক ছাত্রলীগ মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজ প্রমুখ। কোরআন তেলোয়াত করেন হাফেজ মওলানা সুলতান আলী। দোয়া পরিচালনা করেন বাঘা শাহী মসজিদের ইমাম আশরাফ আলী।
আমানুল হাসান দুদু সামাজিক ও রাজনৈতিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি দলকে নেতৃত্ব দেন এবং সুসংগঠিত করেন। আমানুল হাসান দুদু তৃণমূল আওয়ামীগের একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন। তাঁর হাত ধরে আওয়ামী লীগের অসংখ্য সৎ, নিষ্ঠাবান নেতাকর্মী ও জনপ্রতিনিধি তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে ও সামাজিকভাবে যে ক্ষতি সাধিত হয়েছে তা অপূরণীয়।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারী আমানুল হাসান দুদু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।