রাজশাহী জেলায় আটক ২৫ ও মাদকদ্রব্য উদ্ধার
গত ২৪ ঘন্টায় (১৫-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৩ জন, বাঘা থানা ০৩ জন ও ডিবি পুলিশ ০৫ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আঃ লতিফ(৫০) কে ০৮বোতল এ্যালকোহলসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোছাঃ পারুল বিবি(৪২) কে ১০০গ্রাম গাঁজা, ২নং মোঃ জহুরুল আলম ওরফে শাহিন(৩৬) ও ৩নং মোঃ আরিফুল ইসলাম(৩২) কে ১০পিচ ইয়াবা ও ৯.১৭গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রাকিবুল ইসলাম রাজু(২৫) কে ০৪গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ জিয়ারুল(৪৫) কে ২২বোতল ফেন্সিডিল ও ২নং শ্রী অজিত কুমার(৪২) কে ৪০০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ রান্টু ইসলাম(২৮) কে ১২০পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক বাগমারা থানা এলাকা হতে ১নং মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বির(২৭), ২নং মোঃ আফজাল হোসেন(৪০), ৩নং খন্দকার শাহীন(৫৫), ৪নং মোঃ রিপন আলী(২৭) ও ৫নং মোঃ নাহিদ হাসান(২০) কে ২১০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।