রাজশাহীর আরডিএ মার্কেটে আগুন
রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে আরডিএ মার্কেটের পেছনে মুদিখানার গোডাউনে এই আগুনের সূত্রপাত ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, বড় কোনো সমস্যা হয়নি। গরমের তাপের কারণে সাবান ও হুইল রাখা গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হতাহতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো ঘটনা দেখা যায়নি। সামান্য আগুন, তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও জানা যায়নি।