রাজশাহীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী বাজারে অভিযান চালিয়েন ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারের সময় আটকৃতের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়।
.আটক মাদক ব্যবসায়ীর নাম মাহতাব আলী (৪৫)।সে রাজশাহী জেলার চারঘাট থানার বড়বড়িয়া গ্রামের আরিফ মন্ডলের ছেলে।২০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার র্যাব-৫, সদরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, র্যাব-৫, সদর কোম্পানী সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , ১ জন মাদক ব্যবসায়ী লালপুর হতে বাঘা হয়ে চারঘাট এর উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী বাজার দক্ষিণ মাথা সিএনজি ষ্ট্যান্ড তিন রাস্তার মোড় আয়েশা ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর হতে ৫ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও একটি সীমকার্ড উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে অবৈধ মাদক গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতারকৃতকে বাঘা থানায় সোপার্দ করা হয়েছে।