অপরাধখবরলীড

রাজশাহীতে হ্যান্ডকাপসহ লাপাত্তা আসামী

রাজশাহী প্রতিনিধি :-  রাজশাহী রাজপাড়া থানা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ী হ্যান্ডকাপসহ পালিয়েছে। যদিও পুলিশ বলছে পালানোর পরপরই তাদের আটক করা হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার রাত ৯টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকার গুজির মাঠ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে রাজপাড়া থানার একটি দল নগরীর ভাটাপাড়া এলাকার গুজির মাঠ এলাকায় মাদক কারবারিদের ধরতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভাটাপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে বাবু ও মুনসুর রহমানের ছেলে ইসলাইলকে আটক করে পুলিশ। দুজনের মধ্যে বাবুকে হ্যান্ডকাপ পরায় পুলিশ। কিন্তু কৌশলে বাবু হ্যান্ডকাপ নিয়েই পালিয়ে যায়।
 পরে পুলিশ বাবুকে আটকের জন্য অভিযান শুরু করে। যদিও পুলিশ বলছে বাবু হ্যান্ডকাপসহ পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি।
এব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ  এ এস এম সিদ্দিকুর রহমান জানান, আটক করার পর তারা পালানোর চেষ্টা করছিল। একজন পালিয়ে যাওয়ার পরপরই পুনরায় তাকে আটচক করা হয়। তারা দুজনই মাদক ব্যবসায়ী। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *